আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সৌদিতে আরও সাড়ে ১০ হাজার অভিবাসী গ্রেপ্তার

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২২ মে ২০২৩
  • / পঠিত : ১২৮ বার

সৌদিতে আরও সাড়ে ১০ হাজার অভিবাসী গ্রেপ্তার

ডেস্ক : আবাসন, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে আরও ১০ হাজার ৬৭৯ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে (১১-১৭ মে) সৌদির একাধিক নিরাপত্তা সংস্থা গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। 

অভিযানে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৫ হাজার ৬৯৭ জন, সীমান্ত নিরাপত্তা আইনে ৩ হাজার ৬১৩ জন এবং শ্রম আইন লঙ্ঘন করায় এক হাজার ৩৬৯ জনকে গ্রেপ্তার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদিতে প্রবেশের চেষ্টার সময় আরও ৫৯১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। একই সময়ে দেশ ছাড়ার চেষ্টাকালে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে বর্তমানে দেশটিতে গ্রেপ্তার ২৬ হাজার ৫৪ জন অভিবাসী আইনি ব্যবস্থার মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে কেবল নারীই রয়েছেন ৪ হাজারের বেশি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba