আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

খাগড়াছড়িতে ট্রাকে অবরোধকারীদের দেয়া আগুনে দগ্ধ চালকের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৩ Dec ২০২৩
  • / পঠিত : ১৯০ বার

খাগড়াছড়িতে ট্রাকে অবরোধকারীদের দেয়া আগুনে দগ্ধ চালকের মৃত্যু

খাগড়াছড়ির গুইমারায় ট্রাকে অবরোধকারীদের দেয়া আগুনে দগ্ধ চালক মো. ইসহাক মিয়া (২৮) মারা গেছেন। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২৭ নভেম্বর ভোরে গুইমারার হাফছড়ি এলাকায় সরকারি চালবাহী একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকটির চালক মো. ইসহাক মিয়া গুরুত্বর দগ্ধ হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয় স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে সরকারি চাল বোঝাই একটি ট্রাক মাটিরাঙ্গা তাইন্দং খাদ্য গুদামের উদ্দেশে যাচ্ছিল। 

পথে গুইমারার হাফছড়ি ইউনিয়নের জনৈক আলাউদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে দুর্বৃত্তরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের চালক ইসহাক মিয়া দগ্ধ হন। হেলপার বেলার হোসেনও (৩৫) আহত হন। খাগড়াছড়ি জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা বলেন, ট্রাকে ১৫ টন চাল ছিল। বেশ কিছু চাল পুড়ে গেছে। গাড়িটি গুইমারা থানায় নেয়া হয়েছে। চালক ইসহাকের শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কর বলেন, ওই এলাকায় গভীর রাত পর্যন্ত পুলিশের টহল ছিল। টহলরত পুলিশের সদস্যরা চলে আসার পর এ ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে থানার পুলিশ সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba