আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে সন্ত্রাসীর হামলার ঘটনায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৩ Dec ২০২৩
  • / পঠিত : ১৯৬ বার

যশোরে সন্ত্রাসীর হামলার ঘটনায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা

যশোরে জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে স্বামীস্ত্রীর হামলায়
প্রতিবেশী এক গৃহবধূ ও তার ছেলে মেয়েরা আহত হয়েছে। এ ঘটনায়
প্রতিবেশী স্বামী স্ত্রীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

শুক্রবার ১ ডিসেম্বর বিকেলে আদালতের নির্দেশে কোতয়ালি থানায়
মামলা হয়েছে। মামলা করেন যশোর সদর উপজেলার রায়মানিক গ্রামের
সঞ্জয় রায়ের স্ত্রী যমুনা রায়। আসামিরা হচ্ছে, একই গ্রামের সত্য রতন
রায়ের ছেলে শ্যামল রায় ও তার স্ত্রী পলি রায়।

মামলায় গৃহবধূ যমুনা রায় উল্লেখ করেন, তার স্বামী একজন গরীব
মানুষ। অটো রিকশা চালিয়ে জীবন যাপন করে। আসামীদের সাথে বাদিও
জমিজমা নিয়ে দীর্ঘদিন শত্রুতা চলে আসছে। আসামীরা বাদির হাঁস মুরগী নিয়ে প্রতিনিয়ত গোলমাল করে। গত ১৫ নভেম্বর বিকেল ৪ টায়

আসামীদের ছাগলে বাদির বাড়িতে এসে বিভিন্ন রকমের গাছ গাছালী
খেতে থাকে। বাদি ছাগল তাড়িয়ে দিয়ে আসামীরা বাদিকে অকথ্য
ভাষায় গালিগালাজ করতে থাকে।

বাদি তাদেরকে বাধা নিষেধ করলে
আসামীরা ক্ষিপ্ত হয়ে বাদির বাড়িতে ঢুকে শ্যামল রায় বাঁশের লাঠি
দিয়ে বাদিকে এলোপাতাড়ীভাবে মারপিট করতে থাকে। বাদি ঠেকাতে
গেলে লাঠির আঘাতে হাতের রিং ফিংগার লেগে ভেঙ্গে যায় এবং গুরুতর
জখম হয়। বাদির মাথায়,হাতে,বুকে,মুখে ও পিঠে ্ধসঢ়;আঘাত করে ফোলা
জখম করে। এ সময় বাদির ছেলে সবুজ রায় ও মেয়ে সাথী রায় ঠেকাতে
এলে আসামীরা তাদেরকে ও এলোপাতাড়ীভাবে মারপিট করে জখম করে।

আসামীরা বাদির পরনের কাপড় চোপড়,টানা হেচড়া করে শ্লীলতাহানী
ঘটায়।বাদির ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে
আসামীরা শাসাতে শাসাতে চলে যায়। চলে যাওয়ার সময় বলে এনিয়ে
কোন মামলা করলে খুন করে ফেলবে। বাদি স্বামীর বাড়িতে এসে ঘটনা
খুলে বলে। এসময় তার অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা
জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba