আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সেই ভিক্ষুক ও মোটরসাইকেল মেকানিকের মনোনয়ন বাতিল

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৪ Dec ২০২৩
  • / পঠিত : ২২১ বার

সেই ভিক্ষুক ও মোটরসাইকেল মেকানিকের মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ভিক্ষার টাকায় মনোনয়ন জমা দেওয়া স্বতন্ত্র এমপি প্রার্থী আবুল মুনসুর ও মোটরসাইকেল মেকানিক বাবুল আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া এ আসনে আরও দুইজনের মনোনয়ন বাতিল হয়েছে।

রোববার সকালে ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ১১ জনের মনোনয়নের মধ্যে শতকরা ১ ভাগ ভোটারের সমর্থন নিয়ে গরমিলের কারণে চারজনের মনোনয়ন বাতিল করেন। এ আসনে সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর, মোটরসাইকেল মেকানিক বাবুল আহমেদ, হাবিবুর রহমান খান ও মুক্তি জোটের বাদশা দেওয়ানের মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হক, এবিএম আনিছুজ্জামান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মজিদ, জাসদ মনোনীত প্রার্থী রতন কুমার সরকার, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মালেক ফরাজী, জাকের পার্টি মনোনীত প্রার্থী মো. জুয়েল রানার।

স্বতন্ত্র এমপি প্রার্থী ভিক্ষুক আবুল মুনসুর বলেন, শতকরা ১ ভাগ ভোটারের সমর্থন নিয়ে গরমিলের কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়। আমি বৈধতা ফিরে পেতে আপিল করেছি। ইনশাআল্লাহ আমি প্রার্থিতা ফেরত পাব।

স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল মেকানিক বাবুল আহমেদ বলেন, আমার মনোনয়ন বাতিল করা হয় শতকরা ১ ভাগ ভোটারের সমর্থন নিয়ে গরমিল পাওয়ার জন্য। আমি মনোনয়ন বৈধ করার জন্য আপিল করেছি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba