আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মৃত ভোটারের স্বাক্ষর জমা, স্বতন্ত্রপ্রার্থীর মনোনয়ন বাতিল

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ০৫ Dec ২০২৩
  • / পঠিত : ১৮৮ বার

মৃত ভোটারের স্বাক্ষর জমা, স্বতন্ত্রপ্রার্থীর মনোনয়ন বাতিল

: দুইজন মৃত ভোটারের স্বাক্ষর জমা দেওয়ায় রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের স্বতন্ত্র প্রার্থী আশিশ আকবর সুবিড়ের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে তিনি আপিল করবেন বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই করে বাতিলের বিষয়টি জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান।

মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী আশিশ আকবর সুবিড় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জির ছেলে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী কতৃক ১ শতাংশ সমর্থন সূচক তালিকা থেকে নির্বাচন কমিশন দৈবচয়নের ভিত্তিতে প্রদত্ত ১০ জন ভোটারের তথ্য যাচাই-বাছাইয়ে সাত জন ভোটারের সমর্থনের তথ্য সঠিক পাওয়া যায়নি।এর মধ্যে দুই জন ভোটারকে মৃত পাওয়া যায়। বাকি অবশিষ্ট ৫ জন ভোটার জানান তারা প্রার্থীর পক্ষে স্বাক্ষর তালিকায় স্বাক্ষর বা টিপসই করেননি। এছাড়াও প্রার্থীর ১ শতাংশ সমর্থন সূচক তালিকায় অনেক ভোটারের স্বাক্ষর বা টিপসই পাওয়া যায়নি। তাই ১ শতাংশ ভোটারের তথ্য সঠিকতা না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী আশিশ আকবর সুবিড় বলেন, আমি যে তথ্য দিয়েছি তাতে ভুল ছিল না। আমি এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করবো।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের বাতিলের কারণ রায়ে উল্লেখ করা হয়েছে।

এছাড়া যে সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৫ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba