আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে চাঁদাবাজকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ০৬ Dec ২০২৩
  • / পঠিত : ১৯৬ বার

যশোরে চাঁদাবাজকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

যশোর শহরের ধর্মতলা তিন খাম্বার মোড়ে চিহ্নিত চাঁদাবাজরা রাজা এন্টার প্রাইজ নামক রড সিমেন্টের ও মুদী দোকান ব্যবসায়ীর কাছে ২লাখ টাকা চাঁদাদাবি করে হুমকী ধামকী দেয়ার এক পর্যায় স্থানীয় লোকজন চাঁদাবাজ শাকিল খান (২০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সে যশোর সদর থানার সুজলপুর গ্রামের রশিদ খানের ছেলে।

এসময় তার সহযোগী ৫জনসহ অজ্ঞাতনামা ৩/৪জন পালিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় ব্যবসায়ী শেখ ইমরান বাদি হয়ে মামলা করেছেন। তিনি যশোর সদর থানার খোলাডাঙ্গা ধর্মতলা মোড়ের শেখ ইমদাদুল হকের ছেলে। আসামীরা হচ্ছে, গ্রেফতারকৃত শাকিল খান,সহযোগী পলাতক আরবপুর কলুপাড়ার ইমরান,ধর্মতলার বাবুর ছেলে শান্ত, একই এলাকার সুজন, আরবপুর মাঠপাড়ার মধুর ছেলে দ্বীপন ওরফে ডাবল, আরবপুর মাঠপাড়ার সাগরসহ অজ্ঞাতনামা ৩/৪জন।

মামলায় শেখ ইমরান উল্লেখ করেন, বাদি শহরের ধর্মতলা তিনখাম্বার মোড়ে রাজা এন্টার প্রাইজ নামক তার রড সিমেন্টের দোকান এবং একই স্থানে একটি মুদী দোকান আছে। আসামীরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ। ধর্মতলা তিন খাম্বার মোড়ে থাকা প্রতিটি দোকান হতে আসামীরা চাঁদা আদায় করে। দীর্ঘদিন পূর্ব হতে আসামীরা বাদির কাছে ২লাখ টাকা চাঁদাদাবি করে আসছে। বাদি চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় আসামীরা বাদিকে মারপিট খুন জখম করার হুমকী দিতে থাকে। গত ৪ ডিসেম্বও সন্ধ্যা অনুমানিক ৭ টা ৫০ মিনিটে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে বাদির প্রতিষ্ঠানের সামনে এসে চাঁদাবাজ সন্ত্রাসী শাকিল খান তৎক্ষনিকভাবে বাদিকে পূর্ব দাবিকৃত ২লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপি সৃষ্টি করে।

বাদি চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শাকিল খানের হুকুমে ইমরান,শান্ত তাদের কাছে থাকা ধারালো চাকু বের কওে বাদিকে খুন জখম করার হুমকী দেয়। আগামী ৩ দিনের মধ্যে তাদের দাবীকৃত চাঁদার টাকা না দিলে বাদিকে হত্যা করবে বলে হুমকী দেয়। ওই সময় বাদির ডাক চিৎকাওে স্থানীয় লোকজন আশের পাশের লোকজন এগিয়ে এসে চাঁদাবাজ সন্ত্রাসী শাকিল খানকে হাতে নাতে আটক করে।

উক্ত ঘটনার বিষয় স্থানীয় লোকজন থানায় সংবাদ দিলে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শাকিল খানতে হেফাজতে গ্রহন করে। হ্রেফাজতে গ্রহনের পূর্বে শাকিল স্থানীয় লোকজনের সামনে তার সহযোগীদের উল্লেখিত নাম প্রকাশ করে। শাকিলকে জনগণ গণধোলাই দেয়ার পর পুলিশে সোপর্দ করে। বুধবার ৫ ডিসেম্বর দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba