আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নাইজেরিয়ায় ‘ভুলবশত’ সেনাবাহিনীর ড্রোন হামলা ৮৫ জন নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ০৬ Dec ২০২৩
  • / পঠিত : ১৮২ বার

নাইজেরিয়ায় ‘ভুলবশত’ সেনাবাহিনীর ড্রোন হামলা ৮৫ জন নিহত

: নাইজেরিয়ায় সেনাবাহিনীর ‘ভুলবশত’ ড্রোন হামলায় ৮৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনাবিষয়ক সংস্থা ফেসবুক পোস্টে বলেছে, উত্তর পশ্চিমাঞ্চলীয় জোনাল অফিস স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে ড্রোন হামলার বিষয়ে বিস্তারিত তথ্য পেয়েছে। স্থানীয় সময় রোববার (৩ ডিসেম্বর) রাতে কাদুনা রাজ্যের তুন্দুন বিরি অঞ্চলে এ হামলা হয়। এখন পর্যন্ত ৮৫ জনের মরদেহ দাফন করা হয়েছে। খবর আল জাজিরার ।

সোমবার (৪ ডিসেম্বর) দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কাদুনা রাজ্যের একটি গ্রামে মুসলিমদের ধর্মীয় উৎসব উদযাপনের সময় জড়ো হওয়া লোকজনের ওপর ‘ভুলবশত’ সামরিক বাহিনীর ড্রোন আঘাত হেনেছে। তবে এ হামলায় হতাহতদের সংখ্যা উল্লেখ করা হয়নি বিবৃতিতে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় অন্তত ৮৫ জনের প্রাণহানি হয়েছে। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়া কার্যালয় বলছে, এই হামলায় ১২০ জন নিহত হয়েছে। 

কাদুনা রাজ্যের গভর্নর এবং প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিদ্রোহী এবং দস্যুদের লক্ষ্য করে সামরিক ড্রোন হামলা চালানো হয়। এ সময় একটি ড্রোন ভুলবশত বেসামরিকদের ওপর আঘাত হানায় অনেকে নিহত হন। 

তবে নাইজেরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba