আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার-১

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ০৭ Dec ২০২৩
  • / পঠিত : ২২৫ বার

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার-১

: বুধবার ০৬ ডিসেম্বর রাত সাড়ে বারোটার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ১ জন মাদক কারবারি গাইবান্ধা জেলার সদর থানাধীন কামারজানি বাজার এলাকায় বিদেশীমদ বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল রাত পৌনে একটায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১জন মাদক কারবারিকে ২৬ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃ মাদক কারবারি গাইবান্ধা জেলার সদর থানাধীন কামারজানি গোঘাট গ্রামের মোঃ দুলু মিয়ার ছেলে কুখ্যাত মাদক কারবারি মারুফ হাসান (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারি চক্রের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba