আজঃ মঙ্গলবার ২৬-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ০৮ Dec ২০২৩
  • / পঠিত : ১৪১ বার

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

: রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঢাকা রেলওয়ে স্টেশনের সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ের কর্মকর্তা জানিয়েছেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এই রুট দিয়েই রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ রয়েছে পুরো চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ঢাকা বিভাগের। এছাড়া রাজশাহী বিভাগের সিংহভাগ এবং খুলনা বিভাগের বেশ কিছু ট্রেনও এই রুট দিয়ে চলাচল করে।

পদ্মা সেতুর রেল সংযোগ চালু হওয়ায় কমলাপুর থেকে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের কিছু রুটের রেল চলাচল স্বাভাবিক রয়েছে। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba