আজঃ মঙ্গলবার ২৬-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

পেঁয়াজ ব্যবসায়ীরা কোনো নৈতিকতাই রাখলেন না: বাণিজ্য সচিব

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১১ Dec ২০২৩
  • / পঠিত : ২৫৭ বার

পেঁয়াজ ব্যবসায়ীরা কোনো নৈতিকতাই রাখলেন না: বাণিজ্য সচিব

: ‘পেঁয়াজ ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় কোনো নৈতিকতাই রাখলেন না’ বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করল আর দেশে এক দিনের ব্যবধানে পণ্যটির দাম হঠাৎ করে বেড়ে গেল। যিনি এক দিন আগে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করলেন, পরদিন তিনি কিভাবে সেটার দাম ২০০ টাকা রাখেন? এটা তো দায়িত্বশীল আচরণ নয়। দাম বাড়তে তো সময় লাগার কথা।

নিত্যপণ্যের সংকট তৈরি হলেই অনেক ব্যবসায়ী এর সুযোগ নিয়ে থাকেন বলে মন্তব্য করেন তপন কান্তি ঘোষ।

এর আগে, বৃহস্পতিবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী মার্চ মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই খবর পাওয়ার পর পরই দেশের বাজারে পেঁয়াজের দাম রাতারাতি দ্বিগুণের বেশি বেড়েছে। দেশের বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা দরে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba