আজঃ মঙ্গলবার ২৪-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মন্ত্রীর নির্দেশে ঘুষের টাকা ডিবি কার্যালয়ে ফেরত

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১২ Dec ২০২৩
  • / পঠিত : ২২২ বার

মন্ত্রীর নির্দেশে ঘুষের টাকা ডিবি কার্যালয়ে ফেরত

ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের কথা বলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাতজনের কাছ থেকে নেওয়া সাড়ে ৯ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে মন্ত্রীর এক ঘনিষ্ঠজন ভুক্তভোগী আবু সুফিয়ানের কাছে টাকা ফেরত দেন বলে জানা গেছে। 

প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য। তার গাড়িচালক ও এক ভাগনে ওই টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 

এ ব্যাপারে প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, কয়েকজন ব্যক্তি চাকরি দেওয়ার কথা বলে তার নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। তবে বিষয়টি তিনি জানতেন না। পরে জানতে পেরে একজনকে সবার টাকা ফিরিয়ে দিতে দায়িত্ব দেন তিনি। 

টাকা ফেরত পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ভুক্তভোগী আবু সুফিয়ান। তিনি বলেন, ‘আজ রোববার প্রতিমন্ত্রীর একজন প্রতিনিধি ডিবি কার্যালয়ে এসে টাকা ফেরত দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে মন্ত্রীর গাড়িচালক ও এক ভাগনে টাকা নিয়েছিলেন। আমি সাতজন চাকরিপ্রার্থীর কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকা তুলে তাদের দিয়েছিলাম।’

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার টাকা ফেরত চাইতে রাজধানীর মিন্টো রোডে প্রতিমন্ত্রীর বাসায় যান আবু সুফিয়ানসহ তিনজন ভুক্তভোগী। এসময় টাকা ফেরত চাইলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিমন্ত্রীর বাড়িতে থাকা লোকজন তাদের ওপর হামলা চালান। হামলার শিকার হয়ে দুজন বাসার ফটক দিয়ে দৌড়ে পালিয়ে যান। হামলা থেকে বাঁচতে সুফিয়ান দেয়াল টপকে পাশে ডিবি কার্যালয়ে ঢুকে পড়েন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে নিউজ হওয়ায় সংশ্লিষ্টদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সঙ্গে প্রতিমন্ত্রীর নাম আসায় শুরু থেকে ডিবি বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি।

ডিবির একটি সূত্র জানিয়েছে, টাকা ফেরত দেওয়ার বিষয়ে মধ্যস্থতা করেছেন ডিবির এডিসি ফজলে এলাহী। তবে এ বিষয়ে এডিসি ফজলে এলাহীর বক্তব্য জানা যায়নি। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba