আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে তিন দিনের ইজতিমা শুরু

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১৬ Dec ২০২৩
  • / পঠিত : ১৭৫ বার

যশোরে তিন দিনের ইজতিমা শুরু

: হাজারো ধর্মপ্রাণ মুসল্লির কণ্ঠের আল্লাহু আকবর, আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে যশোরের আঞ্চলিক ইজতিমা ময়দান। দিল্লীর নিজামুদ্দিন বিশ্ব মারকাজের আমির মাওলানা সাদের অনুসারীদের আয়োজনে  শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে যশোর মার্কাজ মসজিদ ময়দানে শুরু হয়েছে তিন দিনের ইজতিমা। আম বয়ান করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা সাইফুল্লাহ। ইজতিমা ময়দানে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। জুমার খুৎবা পাঠ করেন,কাকরাইল মসজিদের মুরব্বী হাফেজ মুফতি মাওলানা ওসামা।
ইজতিমায় অংশ নেওয়া মুসল্লি ছাড়াও জুমার নামাজ আদায় করতে আসেন দূর-দূরান্ত থেকে মুসল্লিবৃন্দ। জুমার নামাজে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। ইজতিমা ময়দানের মুসল্লি ছাড়াও ময়দানের আশপাশের ভবনের মহিলা ও শিশুরাও মুনাজাতে অংশ নেন।
ইজতিমার আয়োজক এস এম ইয়ামানুর রহমান জানায়, জেলার আটটি উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হয়েছেন। আগামীকাল রোববার আখেরি মুনাজাতের মাধ্যমে তিনদিনের ইজতিমা শেষ হবে ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba