আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ঘুষের টাকার ফেরত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৮ Dec ২০২৩
  • / পঠিত : ২০০ বার

ঘুষের টাকার ফেরত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

স্কুলে কর্মচারী নিয়োগের ঘুষের টাকার ফেরত দেয়া চেক ডিজঅনার হওয়ায় সহকারী প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার যশোর সদরের মোমিননগর নওদাগ্রামের রহিম বক্স মোল্যার ছেলে ইজাহার আলী মোল্যা বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.ইমরান আহম্মেদ অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি নারায়ন চন্দ্র বিশ্বাস মণিরামপুরের পাঁচকাটিয়া গ্রামের হারান চন্দ্র বিম্বাসের ছেলে ও সদরের মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মাহমুদ কবীর কাকন।

মামলার অভিযোগে জানা গেছে, মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলে ইজাহার আলী মোল্যার ছেলে আবেদন করেন। পরবর্ততে ছেলের নিয়োগের নিশ্চয়তা দিয়ে সহকারী প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাস মোটা অংকের ঘুষ দাবি করেন। গত ১০ জানুয়ারি ইজাহার আলী মোল্যা তার ছেলের চাকরির জন্য নারায়ন চন্দ্রকে ৩ লাখ টাকা দেন। নারায়ন চন্দ্র বিশ্বাস চাকরি দিতে ব্যর্থ হওয়ায় ঘুষের ৩ লাখ টাকা ফের চান ইজাহার আলী মোল্যা। গত ৩০ অক্টোবর নারায়ন চন্দ্র বিশ্বাস ইজাহার আলীর মোল্যার বাড়িতে এসে তিন লাখ টাকার মধ্যে ১ লাখ টাকার একটি চেক দিয়ে যান। চেকটি গত ১ নভেম্বর নাগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। বিষয়টি নারায়ন চন্দ্র বিশ্বাসকে নোটিশের মাধ্যমে অবগত করে নগদে টাকা পরিশোধের অনুরোধ করা হয়। তিনি নোটিশ গ্রহণ করে টাকা পরিশোধ করেনটি। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba