আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবির সময় আটক রাতুলের রিমান্ড মঞ্জুর

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১৯ Dec ২০২৩
  • / পঠিত : ১৭১ বার

যশোরে সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবির সময় আটক রাতুলের রিমান্ড মঞ্জুর

যশোরে সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবির সময় আটক শেখ মোজাম্মেল হোসেন রাতুলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার
রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান
আহম্মেদ এ আদেশ দিয়েছেন।

রাতুল যশোর শহরের মুজিব সড়ক ষষ্টিতলা পাড়ার জনৈক সাইদুর রহমানের দেশি ভিলার ২য় তলার ভাড়া বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, শহলের এমএক রোডের সন্ধানী সুপার মার্কেটের নিচতলার কোকো মোবাইল সপের মালিক শেখ মহব্বত আলী টুটুল চলতি বছরের ১০ আগস্ট প্রতারণার অভিযোগে কোতয়ালি থানায়
একটি মামলা করেছিলেন। রাতুল নিজেকে সাভারের বিসিএন নিউজ ২৪ সাংবাদিক পরিচয়ে ফোন দিয়ে মামলার খোঁজখবর নেয়। গত ১৩
ডিসেম্বর রাত ৮ টার দিকে রাতুল মোবাইল শপে এসে মামলার খোঁজখবর নেয় এবং ৩ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদার টাকা দিতে অস্বীকার
করায় রাতুল তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা ও নিউজ পোটালে রিপোর্ট করে দেবে বলে ভয়ভীতি দেখায়।

একপর্যায়ে রাতুলের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় যশোরের সিনিয়র সাংবাদিকদের সাথে যোগাযোগ করে আশেপাশের ব্যবসায়ীদের সহযোগীতায় রাতুলকে আটক করে পুলিশে
সোপর্দ করা হয়। এ ঘটনায় কোকো মোবাইল শপের মালিক শেখ মহব্বত আলী টুটুল বাদী হয়ে আটক রাতুলসহ অপরিচিত ২ জনকে আসামি করে কোতয়ালি থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনছারুল হক আটক রাতুলের ৫ দিনের
রিমান্ড চেয়ে গত ১৪ ডিসেম্বর আদালতে আবেদন করেন। গতকাল আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর
করেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba