আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

দেশীয় অস্ত্র-পিকআপসহ ৮ ডাকাত আটক

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২০ Dec ২০২৩
  • / পঠিত : ২২৯ বার

দেশীয় অস্ত্র-পিকআপসহ ৮ ডাকাত আটক

: মুন্সীগঞ্জের সিরাজদিখানে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৮ ডাকাতকে দেশীয় অস্ত্র ও পিকআপসহ গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ। সোমবার ১৮ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং নীল রংয়ের রেজিস্ট্রেশন বিহীন একটি পিকআপ উদ্ধার করা হয় ।

আটকরা হল নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার শাকতালা গ্রামের হেদায়েত উল্লাহর পুত্র পলাশ মিয়া (২৮), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকড়ি মুকড়ি গ্রামের মো.মজিবুল হকের ছেলে মো.জাকির হোসেন (৩৫), বরিশাল জেলার মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের আ: রব হাওলাদেরর ছেলে মো. শাকিল (২৩), বরিশাল জেলার মুলাদি উপজেলার চর মালিয়া গ্রামের মৃত সুলতান মিয়ার পুত্র মো.জামাল মিয়া (৩৬), শরিয়তপুর জেলার শখিপুর উপজেলার বেপারীকান্দি গ্রামের মৃত আলী আকবর মোল্লার ছেলে নুর মোহাম্মদ (৩২), চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের জসিম মজুমদারের ছেলে আহমেদ সবুজ (২৯),পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বটকাজল গ্রামের শাহ আলম বিশ্বাসের ছেলে সাদ্দাম বিশ্বাস (৩৯), বরিশাল জেলার মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের আ: রব হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৪)। 

এ সময় তল্লাশী করে দেশীয় অস্ত্র ২ চাইনিজ কুড়াল, ৩ টি দা ৫টি লোহার রড ও নীল রংয়ের রেজিস্ট্রেশন বিহীন একটি পিকআপ উদ্ধার করা হয়। 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুজাহিদুল ইসলাম সুমন সত্যতা স্বীকার বলেন, আটক ডাকাতের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ চলছে । মামলা প্রক্রিয়াধীন ।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba