আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যাব-আরসা গোলাগুলি, গ্রেফতার ৪

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২০ Dec ২০২৩
  • / পঠিত : ২১৩ বার

যাব-আরসা গোলাগুলি, গ্রেফতার ৪

: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে র‌্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির পর আরসার শীর্ষ কমান্ডার মাস্টার ইউনুসসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিস্ফোরকসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

সোমবার মাঝরাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব-১৫’র অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা পরিকল্পনা করছেন একদল দুষ্কৃতকারী। এমন তথ্য পেয়ে র‌্যাব-১৫ একটি আভিযানিক টিম সোমবার রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের অভিযানে যায়। সেখানে পৌঁছার পর অভিযান দলের উপস্থিতি টের পেয়ে আরসার সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় আভিযানিক টিমও গুলি ছুড়লে গোলাগুলি চলতে থাকে।

তিনি আরও বলেন, গোলাগুলির পর ক্যাম্পের একটি ঘর থেকে আরসার শীর্ষ কমান্ডার মাস্টার ইউনুসসহ আরসার ৪ জন সদস্যকে অস্ত্র-গুলি ও বিস্ফোরকসহ গ্রেফতার করা হয়। এ সময় আরও ৪-৫ জনের একটি গ্রুপ পালিয়ে গেছে।

উল্লেখ্য, সোমবার ভোরে ক্যাম্প ৩ ও ৪-এ এপিবিএন সদস্য এবং রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। পৃথক এ ঘটনায় নয়জনকে গ্রেফতার ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এর আঠারো ঘণ্টা পার হতে না হতেই র‌্যাবের সঙ্গে আরসা সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba