আজঃ মঙ্গলবার ২৪-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নেওয়া হবে : র‌্যাব মহাপরিচালক

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২০ Dec ২০২৩
  • / পঠিত : ১৩৯ বার

নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নেওয়া হবে : র‌্যাব মহাপরিচালক

: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করার সব ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। সেইসঙ্গে কেউ যদি নির্বাচন বানচাল করতে চান তাহলে র‍্যাব কঠোর হস্তে তা দমন করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন র‍্যাবপ্রধান।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসে র‍্যাব-১৪ কার‍্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে র‍্যাব ডিজি এসব কথা বলেন।

র‍্যাবপ্রধান বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। এর কোনো বিকল্প নেই। এরইমধ্যে মনোনয়ন জমা ও যাচাই-বাছাই শেষ হয়েছে। এখন প্রচারণা শুরু হয়েছে। আমাদের দায়িত্ব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা।

চলমান নাশকতামূলক কর্মকাণ্ড প্রসঙ্গে খুরশীদ হোসেন বলেন, ২৮ অক্টোবরের পর থেকে রেলসহ সারাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। বাসে আগুন, রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলা এবং রেললাইন কেটে ফেলা হচ্ছে। র‍্যাব সাদা পোশাকে এসব কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পোশাক পরেও কাজ করছে।

তিনি বলেন, এদেশে নাশকতামূলক কর্মকাণ্ড করে কেউ পার পাবে না। আজ অথবা কাল তারা আইনের হাতে ধরা পড়বে।

এর আগে র‌্যাব-১৪ কার্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিশাল আকারের কেক কেটে ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নিয়ে মধ্যাহভোজে অংশ নেন ডিজি এম. খুরশীদ হোসেন।

এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, র‌্যাব-১৪ এর পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মহিবুল ইসলাম খানসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba