আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার ব্যবস্থা করতে হবে : যশোরে সিইসি

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৩ Dec ২০২৩
  • / পঠিত : ২০৫ বার

ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার ব্যবস্থা করতে হবে : যশোরে সিইসি

: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসার ব্যবস্থা করতে হবে।’

শুক্রবার বেলা ১টার দিকে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে, সকালে ১০টা থেকে বেলা ১২টা ৫০ মিনিট পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন জেলার ডিসি, এসপি, ইউএনও এবং ওসিদের সাথে মতবিনিময় করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘মতবিনিময় সভায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়েছে তারা কিভাবে কাজ করছেন। কাজ করতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়ছেন কিনা। পড়লে সেগুলো কী ধরনের সমস্যা।’

তিনি সব ধরনের কারচুপি ও দখলদারিত্ব ঠেকাতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন।

সিইসি বলেন, ‘কোথাও কোনো ঘটনা ঘটলে গণমাধ্যমে আসার সাথে সাথে ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে। নির্বাচন মূলত রিটার্নিং অফিসাররা পরিচালিত করেন। এ কারণে তাদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সব ধরনের দায়িত্ব তাদের।’

দেশের বিভিন্নস্থানে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে চাওয়া হলে সিইসি বলেন, ‘হয়তো বা দুয়েকটি ঘটনা ঘটতে পারে। ব্যাপকভাবে যেন সহিংস ঘটনা না ঘটে তা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী দেখবে। একই সাথে কমিশনের দৃষ্টিতে আসার সাথে সাথে ওই এলাকার রিটার্নিং অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।’


এ সময় নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর হোসেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

বেলা ৩টায় একই স্থানে তিনি নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba