আজঃ মঙ্গলবার ২৬-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

শিশু মৃত্যুর ঘটনায় আবৃত্তিশিল্পী রেজীনা ওয়ালী লীনা গ্রেপ্তার

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৪ Dec ২০২৩
  • / পঠিত : ৮৮ বার

শিশু মৃত্যুর ঘটনায় আবৃত্তিশিল্পী রেজীনা ওয়ালী লীনা গ্রেপ্তার

: রাজধানীর আজিমপুরে সরকারি ‘মধ্যবিত্ত ডে-কেয়ার সেন্টারে’ ১১ মাস বয়সী একটি শিশুর মৃত্যুর পর পুলিশের কাছে অভিযোগ করেছেন শিশুটির বাবা-মা। এ ঘটনায় সেন্টারটির পরিচালক রেজীনা ওয়ালী লীনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে রেজীনা ওয়ালী লীনাকে গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ। পরদিন শুক্রবার সিএমএম আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার কল্লোল।

মাসকুর-এ-সাত্তার কল্লোল বলেন, রেজীনা ওয়ালী লীনার দ্রুত মুক্তি চাই। ডে-কেয়ার সেন্টারে শিশু মৃত্যুর ঘটনায় সরাসরি দায়িত্বরত কাউকে গ্রেপ্তার না-করে সেন্টারটির পরিচালককে গ্রেপ্তার করা দুঃখজনক। তিনি একটি ডে-কেয়ার সেন্টারের প্রধান। তিনি তো সরাসরি শিশুদের দেখভাল করেন না। দেখভাল করেন দায়িত্বরত আয়ারা।

আবৃত্তিশিল্পী মজুমদার বিপ্লব বলেন, কর্মক্ষেত্রে ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে পক্ষপাতমূলক ষড়যন্ত্রের শিকার রেজীনা ওয়ালী লীনা। কর্মজীবনের উপান্তে এসে লীনা আপার মতো একজন সামাজিক দায়বদ্ধ, নির্বিবাদী, সজ্জন মানুষের গ্রেফতারের ঘটনা দুঃখজনক। কোর্টে জামিন না পাওয়ার ব্যাপারটি অধিকতর দুঃখজনক। অনতিবিলম্বে তার মুক্তি দাবি করছি।

এদিকে রেজীনা ওয়ালী লীনার গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশর ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এর আগে, বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর আজিমপুর সরকারি ডে-কেয়ার সেন্টারে উম্মে আলিফা নামে ১১ মাস বয়সী একটি শিশুর রহস্যজনক মৃত্যু হয়। বিকেলে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মা ইসমত আরার অভিযোগ, তার মেয়ের মাথায় ও দুই চোখের ওপরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba