আজঃ সোমবার ২৫-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

যশোরে একই পরিবারের ৬ জনের বিরুদ্ধে মামলা আটক-৩

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৪ Dec ২০২৩
  • / পঠিত : ১৯৮ বার

যশোরে একই পরিবারের ৬ জনের বিরুদ্ধে মামলা আটক-৩

জমি নিয়ে বিরোধে যশোর সদরের চাঁচড়ার বেনাপোল রোড সংলগ্ন একটি গ্যারেজের সামনে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৬জন আহত হয়েছে। এ ঘটনায় ২২ ডিসেম্বর রাতে কোতয়ালি থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলাটি করেন যশোর সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের স্ত্রী ফাতেমা হোসেন। মামলায় আসামি করা হয়েছে, আমিননগর গ্রামের আব্দুল হামিদের তিন ছেলে আবু সাঈদ খোকন, রাসেল, মৃত আবুল খায়েরের তিন ছেলে আব্দুল হামিদ, সফিয়ার রহমান ও সাইফুর রহমান । পুলিশ এ ঘটনায় শনিবার ২৩ ডিসেম্বর ভোরে আমিন নগর গ্রামের বাড়ি থেকে দুই সহোদরসহ তিনজনকে গ্রেফতার করে। এরা হলো, খোকন, সফিয়ার রহমান ও সাইফুর রহমান।

 

মামলায় বাদি উল্লেখ করেন, গত ২১ ডিসেম্বর বেলা ১১টায় তিনি তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত যশোর-বেনাপোল সড়কের পাশের একটি গ্যারেজ নির্মাণ কাজ দেখাশুনা করতে যান। সাথে বাদির বোন দুলভাই ও তাদের ছেলে মেয়েরা। সেখান থেকে ফেরার পথে আসামিরা তাদের লোহার রড, লাঠিসোটা, গাছি দা দিয়ে আক্রমন করে। আসামিদের তিনবাড়ির স্ত্রীরা তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তার ভগ্নিপতি আব্দুল মান্নান, বোন মর্জিনা, ভাগ্নে জাহাঙ্গীর ও আলমগীর, ভাগ্নি মাকসুদা, তার স্বামী তোফাজ্জেল হোসেনকে মারপিট করে। সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের এলোপাতাড়ি মারপিটে একই পরিবারের ৬জন জখম হন। পরে চিৎকার চেচাঁমেচি শুলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে তারা গুরুতর জখম অবস্থায় যশোর জেনারেল হাসপাতলে ভর্তি হয়ে চিকিৎসা নেন। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও আসামিরা বাদির গ্যারেজ ও বসতবাড়ী দখলের হুমকি ধামকি দেয়। পরে তিনি থানায় গিয়ে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার এজাহার নামীয় আসামী,খোকন,সফিয়ার রহমান ও সাইফুর রহমানকে গ্রেফতার করে। তাদেরকে শনিবার দুপুরে আদালতে সোর্পদ করে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba