আজঃ মঙ্গলবার ২৪-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নিজস্ব চাপের মধ্যেই আছি, আর কারোর চাপ নেই : ইসি আনিছুর

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৫ Dec ২০২৩
  • / পঠিত : ১৮০ বার

নিজস্ব চাপের মধ্যেই আছি, আর কারোর চাপ নেই : ইসি আনিছুর

: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‌‘নির্বাচন নিয়ে আমরা কারোর চাপের মাধ্যে নেই, ভবিষ্যতেও থাকব না। আমরা আমাদের নিজস্ব চাপের মধ্যেই আছি, আর কারো চাপ নেই।’

আজ রবিবার বিকাল ৩টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি আনিছুর বলেন, ‘এবার বিপুলসংখ্যক বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেপক্ষণ করতে আসছে। বিদেশি দূতাবাসগুলোও পর্যবেক্ষক দেবে। আমেরিকান দূতাবাস থেকেও বিশাল একটা লিস্ট দিয়েছে, তারা পর্যবেক্ষণ করবে।’ 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে আইনশৃঙ্খলাবিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন।

নির্বাচন কমিশনার আরো বলেন, ‘নির্বাচনি ট্রেন চলে গিয়েছে। এই ট্রেনকে আর আটকানোর সুযোগ নেই। আমরা যদি এ সংক্রান্ত কিছু বলি বা করি তবে জটিলতায় পড়ে যাব। এখন এই ট্রেন তার স্টেশনে পৌঁছাবেই। তবে ভোটারকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া এমন অধিকার আইন কাউকে দেয়নি। এই ধরনের কাজ অপরাধ এবং অপরাধের শাস্তির বিধান আইনে পরিষ্কার বলা আছে। ইতোমধ্যে এসবের বিরুদ্ধে বিভিন্ন জেলায় কার্যক্রম চলছে।’

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba