আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চীনে ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৯

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২৬ Dec ২০২৩
  • / পঠিত : ১৬৮ বার

চীনে ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৯

: চীনের উত্তরপশ্চিমাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন দুজন। 

গত সোমবার মধ্যরাতে গানসু প্রদেশে ভূমিকম্পটি প্রথম আঘাত হানে, যাতে পার্শ্ববর্তী কিংহাই প্রদেশেও ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় প্রদেশেই অসংখ্য ভবন ভেঙে পড়েছে, যার ফলে হতাহতের সংখ্যা বাড়ছে। 

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীনের গানসু এবং কিংহাই প্রদেশে। এ দুটি অঞ্চলে হুই জনগোষ্ঠীর বসবাস। এর মূলত মুসলিম সংখ্যালগু। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই গানসু এলাকা। ভূমিকম্পের আঘাতে ২ লাখ ঘরবাড়ি ধসে পড়েছে। এছাড়া ভাঙার অবস্থায় রয়েছে আরও ১৫ হাজার বাড়িঘর। চীনের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে এখানকার ১ লাখ ৪৫ হাজার বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছে। ভূমিকম্পে এ প্রদেশে ১১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৭৮১ জন। 

গানসুর পশ্চিমে কিংহাই অবস্থিত। ভূমিকম্পে এখানে ৩২ জন নিহত হয়েছে। 

ভূমি থেকে কম গভীরে ভূমিকম্প অনুভূত হওয়ার কারণে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সূত্র : রয়টার্স

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba