আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সোমালি বাহিনীর অভিযানে আল-শাবাবের ১৩০ সদস্য নিহত

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ২৬ Dec ২০২৩
  • / পঠিত : ১৯০ বার

সোমালি বাহিনীর অভিযানে আল-শাবাবের ১৩০ সদস্য নিহত

ডেস্ক: সোমালিয়ার সামরিক বাহিনীর অভিযানে গত তিন দিনে আল-শাবাবের ১৩০ জন সদস্য নিহত হয়েছে। এছাড়াও আল-শাবাব সদস্যদের নিষ্ক্রিয় করার পাশাপাশি বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে সামরিক বাহিনী। গতকাল রবিবার এ তথ্য জানিয়েছে সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমালি সেনাবাহিনী আঞ্চলিক সেনাদের সহযোগিতার গত তিন দিন ধরে হিরশাবেলে অঞ্চলের মুদুগ রাজ্য এবং দক্ষিণাঞ্চলের জুবাল্যান্ড রাজ্যে ‘খারিজি’দের (আল-শাবাব) বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। অভিযানে ক্যাডলি, বুর্তা ইয়াগুস এবং মুদুগ অঞ্চলে অবস্থিত বারাগ ইসমাসিলের আশেপাশের এলাকা সন্ত্রাসী গোষ্ঠী থেকে মুক্ত করা হয়েছে তাছাড়া বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং জঙ্গিদের একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। 
‘খারিজি’দের সমূলে উৎখাত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়।

আল-শাবাব হচ্ছে আল কায়েদার একটি সহযোগী সংগঠন। এরা সাধারণত আফ্রিকাতেই তাদের জঙ্গি কার্যক্রম পরিচালনা করে থাকে।

২০০৭ সাল থেকে আল-শাবাব সন্ত্রাসী গোষ্ঠী সোমালি সরকার এবং সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশন (এটিএমআইএস) এর সঙ্গে যুদ্ধ করে আসছে। সূত্র : আনাদোলু এজেন্সি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba