আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ওই চৌধুরী কাউকে সম্মান দেন না, আমরা তাকে চাই না: মাহি

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৭ Dec ২০২৩
  • / পঠিত : ১৯০ বার

ওই চৌধুরী কাউকে সম্মান দেন না, আমরা তাকে চাই না: মাহি

: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ওই চৌধুরী কাউকে সম্মান দেন না। শিক্ষককে সম্মান দেন না। তার নেতাকর্মীকে সম্মান দেন না। সেই জমিদারকে আমরা চাই না। আমরা চাই এমন একটা মানুষ, যে আমাদের পাশে বসে ভাত খাবে, সুখ-দুঃখের কথা বলবে। আর মাসে একবার হলেও আমাদের কাছে এসে সমস্যার সমাধান করবে।

রোববার সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে নির্বাচনি প্রচারকালে মাহি এসব কথা বলেন। এ নায়িকা রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। 

মাহি বলেন, ১৫ বছর তো একজন পুরুষ মানুষকে দেখেছেন। এবার কোনো পুরুষকে না দিয়ে একটা মেয়েকে ভোট দিয়ে দেখুন। আপনাদের এই ছোট বোনকে দায়িত্ব দিয়ে দেখুন, সে আপনাদের জন্য কী কী করতে পারে। এবার আমার ভোটে অংশগ্রহণ করার প্রধান কারণ হচ্ছে— অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। ওই চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ। 

তিনি বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি— যদি আপনারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে জয়ী করেন, তা হলে মাসে অনন্ত একবার আপনাদের কাছে আসব। পাশে বসব। আপনাদের দুটা সুখ-দুঃখের কথা শুনব। ১০০টা না হোক, ৭০টা সমাধান দেব, ইনশাআল্লাহ। আমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক, আমি জানি— আমার মা-বোনেরা পাশে আছে। আমি জানি— আমার ভাইয়েরা, বাবারা পাশে আছে। যে শিক্ষক নির্যাতিত, অসম্মানিত হয়েছে, তিনি আমাদের পাশে আছেন।

ভোটারদের উদ্দেশ্যে মাহি বলেন, প্রকাশ্যে দরকার নেই মাহি মাহি করা। প্রকাশ্যে দরকার নেই ট্রাক ট্রাক করা। আমি চাই— মনের ভেতরে গেঁথে নেন। আর ভোটের দিন ৭ তারিখে সিলটা ট্রাক মার্কায় দিন। এবার তানোর-গোদাগাড়ীতে একটা নারী এমপি নিয়ে আসেন। বাংলাদেশের মধ্যে রাজশাহী সিটি সুন্দর। রাজশাহী সিটির ১০ শতাংশ সৌন্দর্য হলেও আমি তানোর-গোদাগাড়ীতে নিয়ে আসব। আমাকে শুধু ৫ বছরের জন্য সুযোগ দিন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba