আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ৩০ Dec ২০২৩
  • / পঠিত : ১৮২ বার

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

: বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিরাজ নামের একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে পঙ্কজ-শাম্মী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা প্রায় সকলেই পংকজ দেবনাথের সমর্থক বলে জানা গেছে।

দলীয় একাধিক সূত্র জানায়, শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর জনসভায় বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হন। এ সময় প্রশাসন ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সমাবেশ স্থলে থাকা ওয়ার্ড কৃষকলীগ সভাপতি সিরাজ সিকদারকে দুপুর ৩টা ৫ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিরাজ সিকদার নৌকার পক্ষের লোক বলে দাবি করেন বরিশাল -৫ আসনের নৌকার প্রার্থী ড. শাম্মি আহম্মেদ। তিনি বলেন, তাকে হত্যা করা হয়েছে। এদিকে স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথের সমর্থকদের দাবি সিরাজ সিকদার প্রচণ্ড ভিড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সিরাজ সিকদারের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলে দাবি করে ঘটনাস্থলে থাকা বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই মিরাজ। তিনি বলেন, কি কারণে সিরাজ সিকদারের মৃত্যু হয়েছে এ বিষয়টি স্পষ্ট নয়। তবে মরদেহের পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba