আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ঘাটাইলে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ৩০ Dec ২০২৩
  • / পঠিত : ১৫৬ বার

ঘাটাইলে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ইউপি সদস্যসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে উপজেলার লক্ষ্মিন্দর ইউনিয়নের বাঘাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভিক্টর ব্যানার্জি।

এ ঘটনায় আহত স্বতন্ত্র ঈগল প্রতীকের সমর্থকরা হলেন- লক্ষ্মিন্দর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিরুল ইসলাম (৩৫), তার বড় ভাই হামিদুল (৫০), রুহুল আমিন (৩৩), জহিরুল ইসলাম (৩২)। 

অপরদিকে নৌকা সমর্থকদের মধ্যে আহত হয়েছেন- লক্ষ্মিন্দর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আহমেদ। আহতরা সকলেই ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান খান। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও দুই বারের এমপি আমানুর রহমান খান রানা। 

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রফিকুল ও নুরুল ইসলাম জানান, লক্ষ্মিন্দর ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থককে ডেকে নিয়ে গালিগালাজ করছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে নৌকার কতিপয় সমর্থক অতর্কিতভাবে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় তাদের চারজন কর্মী গুরুতর আহত হন।

নৌকার সমর্থক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, নির্বাচন উপলক্ষে খিচুড়ি খাওয়ার আয়োজন করেছিল স্থানীয় সমর্থকরা। আমরা আমাদের মতো আলোচনা করছিলাম। এ সময় হঠাৎ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এসে আমাদের অফিস ভাঙচুর করে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে মারধর করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের শাসানো ও গালি-গালাজ করার অভিযোগ মিথ্যা।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভিক্টর ব্যানার্জি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba