আজঃ মঙ্গলবার ২৪-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

আদাবর থানার হাজত থেকে পালানো সেই লাবনী ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ৩১ Dec ২০২৩
  • / পঠিত : ১৫২ বার

আদাবর থানার হাজত থেকে পালানো সেই লাবনী ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার

রাজধানীর আদাবর থানার হাজত থেকে পালানো মাদক মামলার নারী আসামি লাবনী আক্তারকে (২০) কেরানীগঞ্জের মধু সিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ১৭ ঘণ্টা ঢাকা ও আশপাশের থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

তিনি বলেন, দায়িত্বরত পুলিশ সদস্যদের অসতর্কতায় থানা হেফাজতে থাকা মাদক মামলার নারী আসামি লাবনী আক্তার পালিয়ে যান। ভোর সোয়া পাঁচটার দিকে সে কৌশলে থানা থেকে চলে যায়। পরে ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত থানার পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শকের (অপারেশন) নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের এলাকা এবং সাভার, হেমায়েতপুর, বসিলার মধুসিটিসহ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। অবশেষে ১৭ ঘণ্টা পরে আমরা আসামিকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।


ওসি আরো বলেন, ওই নারীর স্বামীকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরাণীগঞ্জ থানার বসিলা এলাকার মধু সিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানাতে পারব।

আসামি পালানো ও দায়িত্বে কারো গাফিলতি ছিল কি না— সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনায় কারো গাফিলতি থাকলে সে বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। এ বিষয়ে আমি বলতে পারছি না। তবে দায়িত্বরতদের অসতর্কতা তো ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba