আজঃ মঙ্গলবার ২৪-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

‌‘র‍্যাবের অঙ্গীকার নিশ্চিন্তে ভোটাধিকার’

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ০৭ Jan ২০২৪
  • / পঠিত : ১৬৭ বার

‌‘র‍্যাবের অঙ্গীকার নিশ্চিন্তে ভোটাধিকার’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অঙ্গীকার নিশ্চিন্তে ভোটাধিকার এই স্লোগানকে সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তায় র‍্যাবের প্রতিটি ব্যাটালিয়ান কাজ করে যাচ্ছে।


শনিবার (৬ জানুয়ারি) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।


তিনি বলেন, যারা নির্বাচনে নাশকতার চেষ্টা করবে, মানুষের জানমালের ক্ষতি সাধনের চেষ্টা করবে, যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে, তাদের কঠোরভাবে দমন করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু ও নিরাপদে যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যেতে পারে সেই এই লক্ষ্যে র্যাব কাজ করছে। আমরা প্রতিটি গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে, রিটার্নিং অফিসার সহকারী রিটানিং অফিসার এবং নির্বাচনের কাজ করে যাচ্ছি।


কমান্ডার মঈন বলেন, আমাদের সবচেয়ে বড় যে স্ট্রেনথ আমাদের ইন্টেলিজেন্ট আমাদের গোয়েন্দারা কাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই নাশকতার চেষ্টা করছে। নির্বাচনে যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চাচ্ছেন তাদের বাধা দান করা বা নাশকতা সহিংসতার মতো বেশকিছু ঘটনা ঘটেছে। যার প্রেক্ষিতে অনেককেই আমরা আইনের আওতায় নিয়ে এসেছি।

র‍্যাব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা বেশ কয়েকজনকে আটক করেছি। কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আমরা বেশকিছু অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমাদের গোয়েন্দারা কাজ করছে আমরা যেখানেই তথ্য পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করছে এবং নাশকতাকারীদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি।


একটি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে যেন ভোটাররা ভোট দিতে পারেন এজন্য র‍্যাব ফোর্সেস অঙ্গীকারবদ্ধ।


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba