আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চীনের নিষেধাজ্ঞার তালিকায় পাঁচ মার্কিন প্রতিষ্ঠান

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৮ Jan ২০২৪
  • / পঠিত : ২২৪ বার

চীনের নিষেধাজ্ঞার তালিকায় পাঁচ মার্কিন প্রতিষ্ঠান

: পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দিয়ে আসছে চীন-যুক্তরাষ্ট্র। এবার পাঁচ মার্কিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে চীন। 

রোবাবর (৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোবাবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীন পাঁচটি মার্কিন সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেবে। তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি করায় এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তাইওয়ানের কাছে বারবার মার্কিন অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করছে চীন। অন্যদিকে চীনের এ দাবিকে প্র‌ত্যাখ্যান করেছে তাইওয়ান।

আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে চীন। গত মাসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাইওয়ানের কৌশলগত তথ্য ব্যবস্থাপনার জন্য ৩০০ মিলিয়ন ডলারেরর সরঞ্জাম সহায়তা দিয়েছে।

যেসব কোম্পানির ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হবে সেগুলো হলো বিএই ল্যান্ড অ্যান্ড আর্মমেন্টস, অ্যালায়েন্ট টেকসিস্টেম অপারেশনস, অ্যারোভাইরোনমেন্ট, ভিয়াসাত এবং ডাটা লিংক সলুশনস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিষেধাজ্ঞার আওতায় পড়া কোম্পানির সম্পত্তি জব্দ করা হবে এবং এসব প্রতিষ্ঠান বা তাদের সংশ্লিষ্ট ব্যক্তিকে চীন থেকে নিষিদ্ধ করা হবে।

চীনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার ঘোষণা করা হলেও বিষয়টি নিয়ে বেইজিংয়ে মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করেনি।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba