আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নিস্ক্রিয় করা হলো ব্রিটিশ আমলের মর্টার শেল

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১০ Jan ২০২৪
  • / পঠিত : ১৮৭ বার

নিস্ক্রিয় করা হলো ব্রিটিশ আমলের মর্টার শেল

: ব্রিটিশ আমলের একটি মর্টার শেল নিস্ক্রিয় করলো সেনাবাহিনী। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে জামালপুরের সদর উপজেলার কোজগড় এলাকায় উদ্ধার হওয়া স্থল থেকে ৫০ মিটার দূরত্বে নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে ঘটাইল সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট। এ সময় এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় মর্টার শেলটি। এই নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস জানান, মর্টার শেলটি ব্রিটিশ আমলের তৈরি। এটি ট্যাংক ধ্বংসকারী একটি মর্টার শেল। ১৯৭১ সালেও ব্যবহৃত হতো। শেলটি কিভাবে এখানে এলো তা তদন্ত করে জানানো হবে বলে জানান তিনি।

জানা গেছে, সেনাবাহিনীর ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা হয়। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করেন ক্যাপ্টেন মোহতাসিম।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba