আজঃ মঙ্গলবার ২৬-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হলেন যে দুইজন

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ১১ Jan ২০২৪
  • / পঠিত : ১৯৩ বার

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হলেন যে দুইজন

: নতুন সরকারে টেকনোক্র্যাট কোটায় থাকছেন দুজন মন্ত্রী। তারা হলেন—স্থপতি ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল সেন। তবে তারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন—তা এখনও জানা যায়নি। 

বুধবার (১০ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। 

স্থপতি ইয়াফেস ওসমান এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। গুঞ্জন চলছে, এবারও তাকে একই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। 

অন্যদিকে ডা. সামন্ত লাল সেন বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। ধারণা করা হচ্ছে, এবার তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিনের মাথায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। 

গতবারের মন্ত্রীসভায় টেকনোক্র্যাট কোটায় (সংসদ সদস্য নন) মন্ত্রী হওয়ার ডাক পেয়েছিলেন তিনজন। এদের মধ্যে দুজন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী ছিলেন। তারা হলেন—বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। 

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba