আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বেলগ্রদ অঞ্চলে ঢুকে পড়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী, অভিযোগ রাশিয়ার

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৪ মে ২০২৩
  • / পঠিত : ১৪৩ বার

বেলগ্রদ অঞ্চলে ঢুকে পড়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী, অভিযোগ রাশিয়ার

ডেস্ক: ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার বেলগ্রদ অঞ্চলের ভেতর ঢুকে পড়েছে। রুশ সরকার বলছে, ওই অঞ্চলে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিচ্ছন্নতা অভিযান চলছে।

স্থানীয় গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ বলেছেন, হামলাকারীরা সীমান্ত পার হয়ে গ্রেভোরনস্কি এলাকায় হামলা চালিয়েছে। রাশিয়ার বাহিনী হামলাকারীদের খুঁজছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেছেন, হামলার বিষয়ে প্রেসিডেন্টকে জানানো হয়েছে।
ইউক্রেন এই হামলার দায় নেয়নি। ইউক্রেন বলছে, দুটি আধা সামরিক বাহিনীর রুশ নাগরিকেরা এই হামলায় জড়িত।

গভর্নর গ্লাদকভ আরও বলেন, একটি গ্রামে গোলা হামলায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেভরন শহরে হামলায় তিনজন আহত হয়েছেন। সংঘর্ষে তিনটি বাড়ি ও স্থানীয় প্রশাসনিক ভবন বিধ্বস্ত হয়েছে। গ্লাদকভ বলেছেন, পরিস্থিতি খুবই উত্তেজনাকর।

কিয়েভ বলছে, হামলায় ইউক্রেনভিত্তিক রাশিয়ার সরকারবিরোধী লিবার্টি অব রাশিয়া লিজিয়ন ও রাশিয়ান ভলান্টিয়ার কর্পস জড়িত। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদমাধ্যমকে বলেছেন, বাখমুত থেকে দৃষ্টি ঘোরাতেই এই হামলা হয়েছে। সূত্র: আল জাজিরা l


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba