আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

আইসল্যান্ডে শহরে ঢুকে পড়েছে আগ্নেয়গিরির লাভা

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ১৫ Jan ২০২৪
  • / পঠিত : ১৫৩ বার

আইসল্যান্ডে শহরে ঢুকে পড়েছে আগ্নেয়গিরির লাভা

ডেস্ক : ইউরোপের দেশ আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রোববার একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আগ্নেয়গিরির সেই লাভা মাছ ধরার শহর গ্রিনদাভিকে ঢুকে পড়েছে।

তবে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হওয়ার আগে গ্রিনদাভিক থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। গত বছরের ডিসেম্বরেও সেখানে একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল। তখনই শহরের প্রায় চার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।

লাভা এখন গ্রিনদাভিকের বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়েছে এবং কয়েকটি বাড়িতে আগুন ধরে গেছে।

বিবিসি একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, উত্তপ্ত লাভার আগুনে পুড়ছে একটি বাড়ি। বাড়িটি আগে থেকে খালি থাকায় সেখানে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে যেসব লাভ গড়িয়ে এসেছে; সেগুলোর বেশিরভাগই শহরের পাশ দিয়ে যাচ্ছে। মূলত লাভার প্রবেশ ঠেকাতে শহরের চারপাশে একটি সুরক্ষা বাঁধ তৈরি করা হয়েছে। সেটির কারণে গড়িয়ে আসা সব লাভা শহরে প্রবেশ করতে পারেনি। তবে সুরক্ষা বাঁধটি তৈরি সম্পন্ন হয়নি। তা সত্ত্বেও বড় বিপদ এড়ানো গেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba