আজঃ মঙ্গলবার ২৪-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘৩৩৩’ সেবা

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১৬ Jan ২০২৪
  • / পঠিত : ২১৪ বার

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘৩৩৩’ সেবা

: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ে ‘৩৩৩’-এ অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করা হবে। একই সঙ্গে ভোক্তাদের জন্য তৈরি ওয়েবসাইটে প্রতিদিনের দ্রব্যমূল্য দেওয়া থাকবে।

সোমবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে ‘বাজার দরে অধিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং এ বিষয়ে ডিজিটাইজেশনের মাধ্যমে উদ্ভাবনী পরিবর্তন আনা’ সংক্রান্ত পরামর্শক সভায় তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘৩৩৩’ নম্বরে বর্তমানে যেসব সেবা আছে, সেগুলো চালু থাকবে। তবে ৩৩৩-তে বাড়তি একটি ডিজিট যোগ করে নিত্যপণ্যের দামের তথ্য আদান-প্রদান এবং অভিযোগ জানানো যাবে।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রণালয় ও দপ্তরের সবটুকু সক্ষমতা ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। পণ্য উৎপাদন, মজুত, বাজারজাতকরণ, বিপণন ও আমদানি পর্যায়ে সঠিক তথ্য উপাত্ত সংরক্ষণ করা ও নিজেদের মধ্যে আদানপ্রদান করা গেলে অনেক সমস্যার সমাধান পাওয়া যাবে। আমাদের মন্ত্রণালয় প্রযুক্তি ব্যবহার করে এসব বিষয়ের রিয়েল টাইম ইনফরমেশন বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দিতে চাই।

তিনি বলেন, করোনার সময় রোগী শনাক্তকরণ ও দুস্থ মানুষের কাছে খাবার পৌঁছে দিতে প্রথম ‘৩৩৩’ সেবা চালু করা হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসছে রোজায় এই সেবা চালু করা হবে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন এলাকার পর্যটনের স্থানসমূহ এবং বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রতিমন্ত্রী বলেন, কোথাও পণ্যের দাম কমলে প্রশাসন গিয়ে তা সঙ্গে সঙ্গে কিনে ফেলতে পারবে এবং সেখানেই বিক্রি করতে পারবে।

‘দেশের নাগরিকরা ৩৩৩ নম্বরে এবং প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে ফোন করে সেবা গ্রহণ করতে পারবেন’ যোগ করেন পলক।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba