আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

চুয়াডাঙ্গা জীবননগরে প্রতারণার সময় ভুয়া পুলিশ আটক

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১৭ Jan ২০২৪
  • / পঠিত : ১৭৫ বার

চুয়াডাঙ্গা জীবননগরে প্রতারণার সময় ভুয়া পুলিশ আটক

: চুয়াডাঙ্গার জীবননগরে প্রতারণার সময় এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাসাদাহ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক নাজমুল হোসাইন (৩৯) লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন দেবীপুর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে।

জানা গেছে, ভুয়া পুলিশ নাজমুল নিজেকে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একজন কর্মকর্তা পরিচয় দিয়ে গত ৮ জানুয়ারি হাসাদাহের কন্দর্পপুর গ্রামের মিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির মোবাইলে ফোন করেন। এ সময় নাজমুল মিরাজুল ইসলামকে বলেন ‘আপনার মোবাইল নম্বরটি যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ধারণা করছি আপনিও এর সঙ্গে সম্পর্কিত আছেন। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বিষয়টি তদন্তের জন্য আমরা আপনার বাড়িতে যাব। সিমটি খোলা রাখবেন।’

এরই মধ্যে সোমবার বিকেলে নাজমুল হোসাইন মিরাজুলের বাড়িতে হাজির হয়ে তার কাছ থেকে সিমটি নিয়ে নেন। তবে এ সময় নাজমুলের কথাবার্তায় সন্দেহ হলে মিরাজুল হাসাদাহ ক্যাম্প পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাজমুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশ পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেন। এ সময় তাকে আটক করে জীবননগর থানা হেফাজতে নেয়া হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, পুলিশ পরিচয়ে প্রতারণার সময় নাজমুল নামে প্রতারককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba