আজঃ মঙ্গলবার ২৪-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ১৭ Jan ২০২৪
  • / পঠিত : ১৮৫ বার

লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ডেস্ক :দেশে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন সরকারের নতুন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে অফিসে এসে এই নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তার পরিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে।

মন্ত্রী বলেন, ‘শিশু আয়ানের মৃত্যুতে ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। ঘটনাটির তদন্ত হচ্ছে। এরপর তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এ বিষয়ে ছাড় দেব না। আপনারা জানেন, এরইমধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেয়া হবে না।

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল বলেন, শিশু আয়ানের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। আয়ানের মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে। যতটুকু জানি আগামীকালই আয়ানের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। চিকিৎসায় যদি কোনো অবহেলা থাকে তাহলে কোনো ছাড় দেয়া হবে না।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba