আজঃ বুধবার ০৪-১২-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ঢাকার সুমাইয়া হত্যার আসামি যশোরে র‌্যাবের হাতে আটক

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২২ Jan ২০২৪
  • / পঠিত : ১৯৬ বার

ঢাকার সুমাইয়া হত্যার আসামি যশোরে র‌্যাবের হাতে আটক

যশোরের মনিরামপুর থেকে চাঞ্চল্যকর সুমাইয়া হত্যাকা-ের মূলহোতা
রাব্বিকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার ২০ জানুয়ারি রাতে


অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার (২১ জানুয়ারি)

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর এএসপি মাজহারুল
ইসলাম।

মাজহারুল জানান, গত ১১ জানুয়ারি বিকেলে ঢাকা জেলার আশুলিয়ার
জিরাবো এলাকায় ইয়াকুব আলীর বাসা থেকে ভাড়াটিয়া সুমাইয়া
(২০) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। এঘটনায় নিহতের ভাই ১২
জানুয়ারি আশুলিয়া থানায় সুমাইয়ার স্বামী শেখ রাব্বি হোসেনকে
আসামি করে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় মূলহোতা শেখ
রাব্বি হোসেনকে যশোর জেলার মনিরামপুরের রহিত শেখপাড়া এলাকা
থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, শেখ রাব্বী
হোসেন গত তিন বছর পূর্বে গামেন্টসে কর্মরত থাকাকালীন সময়ে
নিহত সুমাইয়ার সাথে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মাধ্যে
প্রেমের সম্পর্ক সৃষ্টি হলে তারা বিয়ে করেন। বিবাহের প্রায় দুই বছর
পর তাদের মাধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাক-বিত-া ও কলহ
লেগে থাকতো।

ঘটনার দিন ১১ জানুয়ারি দুপুর বেলায় শেখ রাব্বীর সঙ্গে সুমাইয়া
আক্তার পুনরায় পারিবারিক বিষয়ে বাক-বিত-ায় জড়ায়। এক পর্যায়ে
শেখ রাব্বীর ক্ষিপ্ত হয়ে সুমাইয়ার গলা টিপে শ্বাস রোধ করে মৃত্যু
নিশ্চিত করে। এরপর ওই বাসায় তালা দিয়ে রাব্বী কৌশলে আত্মগোপন
করে। এরপর থেকে আত্মগোপনে থেকে স্বাভাবিক জীবনযাপন করছিলেন
তিনি।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে সুমাইয়া আক্তারকে হত্যার কথা স্বীকার করেছে
শেখ রাব্বী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba