আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

সিটি করপোরেশনসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৪ Jan ২০২৪
  • / পঠিত : ১৭১ বার

সিটি করপোরেশনসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা

ডেস্ক: ময়মনসিংহ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন এবং পাঁচটি পৌরসভার নির্বাচনসহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তারিখ ঘোষণা করেন।

তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি এবং পরদিন ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হবে। ভোট হবে আগামী ৯ মার্চ।

ইসি সচিব আরও জানান, আগামী ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল, ১৫ ফেব্রুয়ারি বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ২২ ও প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।

তিনি জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচন ব্যালটে হলেও সিটি, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। সবাইকে নির্বাচনের অংশ নেয়ার এবং ভোটারদের ভোট দেয়ার আহ্বান জানান।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba