আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

হলোকাস্ট ফেরা’ আড়াই লাখ ইহুদি এখনো জীবিত

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৬ Jan ২০২৪
  • / পঠিত : ১৭৩ বার

হলোকাস্ট ফেরা’ আড়াই লাখ ইহুদি এখনো জীবিত

ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনীর হাতে নিধনযজ্ঞের (হলোকাস্ট) শিকার হন বিপুলসংখ্যক ইহুদি। সেসময় ইহুদিদের উৎখাতের জন্য হিটলারের নাৎসিশাসিত জার্মানিতে আইন প্রণয়ন করা হয়। ধীরে ধীরে এই প্রতিহিংসা রূপ নেয় গণহত্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় ৮০ বছর কেটে গেছে। সেই হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া আড়াই লাখ মানুষ এখনো জীবিত। খবর ওয়াশিংটন পোস্টের।

সম্প্রতি প্রকাশিত ক্লেইমস কনফারেন্স নামের একটি সংস্থার জরিপে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, হলোকাস্ট থেকে বেঁচে ফেরা প্রায় ২ লাখ ৪৫ হাজার ইহুদি এখনো পৃথিবীর ৯০টির বেশি দেশে বসবাস করছেন।

হলোকাস্ট থেকে বেঁচে ফেরাদের জন্য জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে আসছে সংস্থাটি। তাদের হিসাব অনুযায়ী, হলোকাস্ট বেঁচে ফেরাদের মধ্যে ইসরায়েলে ১ লাখ ১৯ হাজার ৩০০ জন, যুক্তরাষ্ট্রে ৩৮ হাজার ৪০০ জন, ফ্রান্সে ২১ হাজার ৯০০ জন আর জার্মানিতে ১৪ হাজার ২০০ জন বাস করছেন।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে হত্যা করা হয় ৬০ লাখেরও বেশি মানুষ। তখন নাৎসি শাসনের নিপীড়নের শিকার হয়ে হাজার হাজার ইহুদি জার্মানি এবং অস্ট্রিয়ার মতো দেশ থেকে পালাতে শুরু করে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba