আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নীলফামারীতে শীত ও ঘন কুয়াশায় জীবনযাত্রা ব্যাহত

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৭ Jan ২০২৪
  • / পঠিত : ১৮৬ বার

নীলফামারীতে শীত ও ঘন কুয়াশায় জীবনযাত্রা ব্যাহত

: নীলফামারীতে তাপমাত্রা উঠানামা করলেও কমেনি শীতের দাপট। শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে নীলফামারীর মানুষ। ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দিন ও রাতের তাপমাত্রা একই রকম বিরাজ করছে। ঘন কুয়াশায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। সূর্যের দেখা মিলছে না সকাল থেকে দুপুর পর্যন্ত। মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতে কাজে বের হতে গিয়ে বেকায়দায় পড়ছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। শৈত্যপ্রবাহে জেলার হাসপাতালগুলোতে আবারও প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশিসহ শীতজনিত রোগীর সংখ্যা।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

নীলফামারী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনচার্জ মনিরা বেগম বলেন, হাসপাতালে শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন শিশু রোগী ভর্তি হচ্ছে। ঠান্ডাজনিত কারণে শিশুদের রোগীর সংখ্যা বাড়ছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba