আজঃ বৃহস্পতিবার ১৯-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

আরবপুর মাদরাসাশিক্ষককে কুপিয়ে হত্যা, আসামি গ্রেফতার

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ২৭ Jan ২০২৪
  • / পঠিত : ১০৯ বার

আরবপুর মাদরাসাশিক্ষককে কুপিয়ে হত্যা, আসামি গ্রেফতার

যশোরের কোতোয়ালি থানার আরবপুর এলাকায় আলিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মালেককে (৫৫) কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাব্বিকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২)।

র‌্যাব জানায়, গত বছরের (২০২৩ সাল) ২৯ ডিসেম্বর এশার নামাজের পরে আরবপুর দীঘিরপাড়া মসজিদের সামনে থেকে আব্দুল মালেককে ধরে নিয়ে যায় স্থানীয় ৭ থেকে ৮ জন সন্ত্রাসী। তাকে ধরে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে দুই পা জখম করে হত্যা করে। তাৎক্ষণিক, স্থানীয় লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

গত ১৭ জানুয়ারি ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত আব্দুল মালেকের ছেলে বাদী হয়ে যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় পাঁচজনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে এ তথ্য জানান র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম। তিনি জানান, বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে আসামি রাব্বিকে গ্রেফতার করে র‌্যাব-২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ ও উপশহর আলিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মালেক সদর উপজেলার আরবপুর এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। দীর্ঘদিন ধরে আইডিয়াল সিটি মালিক সমিতির কাছে চাঁদা দাবি করে আসছে স্থানীয় সন্ত্রাসীরা। চাঁদা চাওয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মালেক থানায় মামলা করেছিলেন। এ মামলা করার কারণে পূর্বপরিকল্পিতভাবে তাকে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করে হত্যা করে সন্ত্রাসীরা।

গ্রেফতার আসামিকে যশোরের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba