আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

নড়িয়া পৌরসভা বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ

Posted By Shuvo
  • আপডেটেড: রবিবার ২৮ Jan ২০২৪
  • / পঠিত : ১৪৬ বার

নড়িয়া পৌরসভা বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ

: শরীয়তপুরে নড়িয়া পৌরসভা বাস টার্মিনালের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোক্তারের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহে আলম চৌকিদারসহ দু’পক্ষের তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শনিবার দুপুর ২টার দিকে নড়িয়া পৌরসভার পৌরবাস টার্মিনালে মোক্তারের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহে আলম চৌকিদার ও বর্তমান মেম্বার জবেদ আলী শেখের গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় জবেদ আলীর শেখের বাড়িঘরে বোমা হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেডের কাউন্টারের পরিচালক মোক্তারের চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ্ আলম চৌকিদার, নড়িয়া কলেজের সাবেক ভিপি মামুন মোস্তফা ও মাহবুব আলমকে পুলিশ আটক করেছে।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান, এ ঘটনায় দু’গ্রুপের তিনজনকে আটক করা হয়েছে। পরিবেশ শান্ত আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba