আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

দিনমজুর বাবার প্রতিবন্ধী সন্তান যেভাবে সংসারের হাল ধরেছেন

Posted By Shuvo
  • আপডেটেড: শনিবার ১৮ Mar ২০২৩
  • / পঠিত : ২৪১ বার

দিনমজুর বাবার প্রতিবন্ধী সন্তান যেভাবে সংসারের হাল ধরেছেন

তিন মাস বয়সে দোলনা থেকে পড়ে দুই পা ভেঙে যায় আনোয়ার হোসেনের। বাবা দিনমজুর হওয়ায় আর্থিক দৈন্যের কারণে সন্তানের সুচিকিৎসা করাতে পারেননি। একসময় আনোয়ার আর স্বাভাবিক চলাফেরা করতে পারেন না। শারীরিক প্রতিবন্ধী হয়ে যান। দুই হাত মাটিতে ভর দিয়ে চলাফেরা করতে থাকেন। এতে কিছু মানুষ তাঁকে তুচ্ছতাচ্ছিল্য করে ভিক্ষার ঝুলি রোজগারের পরামর্শ দেন। বিষয়টি তাঁর মনে দাগ কাটে, ভীষণ কষ্ট পান। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন।

হাঁটাচলা করতে না পারলেও কারও কাছে হাত পাতেননি আনোয়ার। কখনো বাবার পিঠে চড়ে, বন্ধুদের সাইকেলে করে স্কুল-কলেজ যেতেন। সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় গ্রামের বাড়িতে টিনের চালা ঘরে ছোট ছেলেমেয়েদের প্রাইভেট পড়ানো শুরু করেন। এখনো সেই কাজই করে চলেছেন। নিজের লেখাপড়ার খরচ চালিয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে আয় করছেন। সেই আয়ের টাকায় পুরো সংসারের খরচ চালাচ্ছেন।

অদম্য শারীরিক প্রতিবন্ধী আনোয়ার রংপুর নগরের ৩১ নম্বর ওয়ার্ডের নাজিরদিঘর এলাকার দিনমজুর শাহজাহান আলীর ছেলে। তাঁর বর্তমান বয়স ২৩ বছর। পড়ছেন রংপুর সরকারি কলেজে বিএসএস শেষ বর্ষে। মা আনোয়ারা বেগম গৃহিণী। দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় আনোয়ার।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba