আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

পশ্চিমবঙ্গে ঝড়ের আঘাতে ২ জনের মৃত্যু

Posted By Shuvo
  • আপডেটেড: বুধবার ২৪ মে ২০২৩
  • / পঠিত : ১৬৪ বার

পশ্চিমবঙ্গে ঝড়ের আঘাতে ২ জনের মৃত্যু

ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ঝড় ও বজ্রপাতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) রাজ্যের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যায়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

স্থানীয় আবহাওয়া দফতরের তথ্যমতে, মঙ্গলবার পশ্চিমবঙ্গের বর্ধমান ছাড়াও কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড পাশের বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদসহ কয়েকটি জেলা। বজ্রপাত ও দেয়াল চাপা পড়ে বর্ধমান ও মুর্শিদাবাদে হতাহতের ঘটনা ঘটেছে। রাস্তার দুই ধারে ভেঙে পড়ে গাছগাছালিও। এতে মহাসড়কগুলোতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

ঝড়ের প্রভাব পড়েছে রাজ্যটির রাজধানী কলকাতাতেও। ধর্মতলার পাশে রেড রোডের বেশ কিছু গাছ ঝড়ের তান্ডবে ভেঙে পড়েছে। সেই সঙ্গে কিছু সাইন বোর্ড ও বিল বোর্ড উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিন একইভাবে রাজ্যটির দক্ষিণের জেলা গুলোতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba