আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ভারতের পাঠ্যবইয়ে প্রেম ও ডেটিং–সম্পর্কিত অধ্যায়

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ০৫ Feb ২০২৪
  • / পঠিত : ১৯৭ বার

ভারতের পাঠ্যবইয়ে প্রেম ও ডেটিং–সম্পর্কিত অধ্যায়

ডেস্ক : ভারতের হাইস্কুলের শিক্ষার্থীরা এবার প্রেম ও ডেটিং নিয়ে পড়াশোনা করবে। দেশটির সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) নবম শ্রেণির বইয়ে যুক্ত করেছে ‘ডেটিং অ্যান্ড রিলেশনশিপ’ নামের এক অধ্যায়। সেই অধ্যায়ে ‘গোস্টিং’, ‘ক্যাটফিশিং’ ও ‘সাইবারবুলিং’–এর মতো শব্দগুলোরও ব্যাখ্যা দেওয়া হয়েছে।

অনেকেই বলেন, শিশুদের শুরু থেকেই সব ধরনের নেতিবাচক বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া উচিত। এর ফলে পুরো বিষয় সম্পর্কে একটি সঠিক ধারণা নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে পারে। অবশ্য এর পক্ষে যেমন যুক্তি তুলে ধরেন অনেকে, কেউ কেউ এর বিপক্ষেও মত দেন। তবে আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে সব বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার পক্ষে অনেক অভিভাবকই আছেন। হয়তো এমন চিন্তা থেকেই ভারতের নবম শ্রেণির সিলেবাসে ‘ডেটিং’ ও ‘সম্পর্কের জটিলতা’ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba