আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মানুষের চলাচলে প্রতিবন্ধকতা, ১৭ ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ০৬ Feb ২০২৪
  • / পঠিত : ১৬৪ বার

মানুষের চলাচলে প্রতিবন্ধকতা, ১৭ ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৭ ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চৌমুহনী বাজার ও চৌরাস্তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত।

জানা যায়, বেগমগঞ্জ পৌরসভার চৌমুহনী বাজার ও চৌরাস্তায় সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত। এর আগে 'গণ উপদ্রব' সৃষ্টির মাধ্যমে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা, ক্ষতি, বিপত্তি, বিপদ, বিরক্তি, উদ্রেক হয় এমন কাজে নিষেধ করেন বেগমগঞ্জ উপজেলা প্রশাসন। দণ্ডবিধি, ১৮৬০ এর ২৯১ ধারায় বর্ণিত বিধান অনুযায়ী এ নিষেধাজ্ঞার আদেশ জারির পরও গণ উপদ্রব চালিয়ে গেলে অভিযুক্ত এ আদেশ লঙ্ঘনকারী প্রতিষ্ঠান/ব্যক্তিকে ৬ (ছয়) মাস পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে বলে আদেশে বলা হয়।


তাই জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করার অপরাধে ১৭ জন ব্যক্তিকে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৯১ ধারায় প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন বলেন, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৭ জনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের পাঠানো হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।


ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba