আজঃ মঙ্গলবার ১৭-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

পাঁচবিবি সীমান্তে স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ১৬ Feb ২০২৪
  • / পঠিত : ১৪৩ বার

পাঁচবিবি সীমান্তে স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

: বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার কালে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উচনা সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ ওই ৩ জন পাচারকারীকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের রহিদুল ইসলাম (৪০), মঞ্জুর রহমান (৪২) ও ফরিদুল ইসলাম (৪৫)। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জয়পুরহাট-২০ বিজিবি'র উপ-অধিনায়ক মেজর আতিক হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি বলেন, একদল সোনা চোরাচালানকারী বাংলাদেশ থেকে ভারতের সোনা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ঘটনাস্থল থেকে ১০টি স্বর্ণবার, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৪৯ হাজার ৩০ টাকাসহ তাদের আটক করতে সক্ষম হয়। 

তিনি আরও জানান, আটককৃত মালামালের বর্তমান বাজার মূল্য হবে ১ কোটি ১২ লাখ ৬ হাজার ৪১৯ টাকা। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba