আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

বেনাপোলে ভাষার টানে দুই বাংলার মানুষের মিলনমেলা

Posted By Shuvo
  • আপডেটেড: বৃহস্পতিবার ২২ Feb ২০২৪
  • / পঠিত : ১৫১ বার

বেনাপোলে ভাষার টানে দুই বাংলার মানুষের মিলনমেলা

প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার টানে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে বেনাপোল আন্তর্জাতিক শূন্যরেখা এলাকায়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ মেলার আয়োজন করা হয়। এসময় দুই দেশের শত শত ভাষাপ্রেমী বিজিবি ও বিএসএফের বাঁধার মুখে প্রবেশ করতে পারেনি।

বেনাপোল চেকপোস্ট শূন্যরেখায় নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে সকাল সাড়ে ১০টায় ভারত ও বাংলাদেশে ভাষাপ্রেমী শত শত মানুষ যৌথভাবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এতে পশ্চিমবঙ্গের পক্ষে নেতৃত্ব দেন বনগাঁও অঞ্চলের এমএলএ শ্রী নারায়ন গোস্বামী এবং বাংলাদেশের পক্ষে ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

ভারতের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ শ্রী নারায়ন গোস্বামী, বিধায়ক বিশ্বজিত দাস, বনগাঁ পৌর মেয়র গোপাল শেঠ, উওর ২৪ পরগনা জেলা পরিষদের সভাপতি বীনা মন্ডল, মমতা ঠাকুর, শ্রীমতি ইলাবাচ্চী, শ্রী সুরজীত বিশ্বাস, হাবড়া পৌর মেয়র শ্রী নারায়ন সাহা প্রমুখ।

বাংলাদেশের পক্ষে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, শার্শা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা ইসলাম, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মোজাফ্ফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত, ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বিশ্বাস, শার্শা থানার ওসি মনিরুজ্জামান, বিজিবির আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান, যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।

পরে দুই দেশের জনগণের জন্য উভয় দেশ থেকে মিষ্টি পাঠানো হয়।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba