আজঃ সোমবার ২৩-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ইতিহাস বিকৃত করা একশ্রেণির মজ্জাগত সমস্যা : প্রধানমন্ত্রী

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২৩ Feb ২০২৪
  • / পঠিত : ৭৫ বার

ইতিহাস বিকৃত করা একশ্রেণির মজ্জাগত সমস্যা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের মানুষের কথা বলতে গিয়ে বারবার জেলে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

শহীদ ভাষা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলতে পারা আওয়ামী লীগের অবদান।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসেই ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিহাস বিকৃত করা একশ্রেণির মজ্জাগত সমস্যা, তারাই দেশের ক্ষতি করছে।’

শেখ হাসিনা আরও বলেন, ‌‘আজ আমরা এখানে সমবেত হয়েছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বিশ্বের বুকে যে পরিচয়টা পেয়েছি, সেটা দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান। আমরা যে মাতৃভাষায় কথা বলতে পারছি, আমরা যে স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি সেটা তার হাত ধরেই এসেছে। এ উপমহাদেশে একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। সে জাতি রাষ্ট্র আমরাই পেয়েছি।’ 

এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মো. নুরুল হুদা, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ প্রমুখ।

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba