আজঃ বৃহস্পতিবার ২১-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

মসজিদগুলোতে মুসল্লিদের ভিড়, পালিত হচ্ছে শবে বরাত

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২৬ Feb ২০২৪
  • / পঠিত : ১৪৮ বার

মসজিদগুলোতে মুসল্লিদের ভিড়, পালিত হচ্ছে শবে বরাত

পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত উপলক্ষে রাজধানীসহ দেশের মসজিদগুলোতে ভিড় জমিয়েছেন মুসল্লিরা। ইবাদত-বন্দেগির মাধ্যমে মহিমান্বিত রাতটি পার করছেন তারা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এশার আজানের পর পাড়া-মহল্লার মসজিদগুলোও কানায় কানায় ভরে যায়।

এশার নামাজের পর শবে বরাতের মর্যাদা ও করণীয় তুলে ধরে ইমাম-খতিবরা মসজিদগুলোতে বয়ান করেন।

মসজিদে দেখা যায়, কেউ নফল নামাজ পড়ছেন, কেউ আল্লাহর জিকিরে মশগুল। কেউ বা কুরআন তিলাওয়াত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছেন। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ঈমানদার মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চাইছেন।

মধ্য শাবানের এ রাত অনেকই মসজিদ কিংবা বাসায় ইবাদত করে পার করে দেবেন।

শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাত ৯টার দিকে বায়তুল মোকাররম মসজিদে দেখা গেছে, পুরো মসজিদ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বায়তুল মোকাররমের প্রবেশ গেটগুলোতে র‌্যাব-পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে। এছাড়া বায়তুল মোকাররমে ভিক্ষুকদের ভিড় দেখা গেছে।

সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় মসজিদে শবে বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে ওয়াজ করেন খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba